শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার মহানগর হাকিম ইউসুফ হোসেন এই আদেশ দেন।
এর আগে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন শাহাদাত হোসেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
রবিবার শাহাদাতের স্ত্রী নিত্য শাহাদাতকে রাজধানীর মালিবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করে পাঁচিদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে নিত্যকে কারাগারে প্রেরণ করে ও জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
শিশু গৃহকর্মী হ্যাপীকে নির্যাতনের অভিযোগে গত ৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (২) ধারায় মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। মামলায় শাহাদাত ও নিত্যকে আসামি করেন। পরে পুলিশ খোঁজে বাসায় গেলে তাদের পাওয়া যায়নি।
পোস্টটি যতজন পড়েছেন : ৬০