ক্যাল্ন্চার গার্লদের পর্দায় তুলে এনেছেন মধুর ভান্ডারকর৷সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলর৷ ক্যালেন্ডডার গার্লদের নিয়ে দর্শকরে আগ্রহের পারদ যখন চড়ছে, তখন পরিচালক জানালেন, এ ছবির ইনস্পিরেশন বিজয় মালিয়া এবং তাঁর ক্যালেন্ডারের প্রাক্তন মডেলরা৷
বিজয় মালিয়ার কিংফিসার কোম্পানির ক্যলেন্ডার বিনোদুনিয়ায় সমাদৃত৷ উঠতি মডেল থেকে বলিপাড়ার নামী অভিনেতা-মডেলরাও মুখিয়ে থাকেন এ ক্যালেন্ডার শুটের জন্য৷ মালিয়ার এই প্রয়াস থেকেই নিজের ছবির ইনপ্সিরেশন পেয়েছেন বলে জানালেন মধুর৷ ছবির কাহিনি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, এ ছবির প্রায় ৭৫ শতাংশ ঘটনাইআসল৷ বাকিটা অবশ্য কল্পনা৷ ক্যালেন্ডারে যে মডেলরা সাধারণের কল্পউড়ানকে দেয় প্রশ্রয়ের পাখনা, তার নেপথ্যের কাহিনিটি কিন্তু এতটাই সুখকর নয়৷ এই মডেল হতে গিয়েই কাউকে ছাড়তে হয়েছে পরিবার৷ কাউকে পড়তে হয়েছে আপত্তিজনক প্রস্তাবের মুখে৷ কেউ কেউ কমপ্রোমাইজ না করে ফিরে গিয়েছেন, কাউকে আবার হতে হয়েছে পরিস্থিতির শিকার৷সাজানো গুছানো সুন্দর ক্যালেন্ডারের পাতার পিছনে লুকিয়ে থাকা এই গল্পগুলিই তাঁর ছবিতে তুলে এনেছেন মধুর৷ এই কাহিনি তৈরি করতেগিয়েই মধুরেরসামনে ইনস্পিরেশন হিসেবে সামনে চলে আসেন বিজয় মালিয়া৷ তিনি তাঁকে ছবির ব্যাপারে বলেওছেন৷ হাতে ছবির প্রিন্ট এলেই সে ছবি বিজয়কে দেখাবেন বলেও জানিয়েছেন মধুর৷
মধুর ভান্ডারকরের এ ছবিতে পাঁচ মডেল ও তাঁদের ক্যালেন্ডার গার্ল হয়ে ওঠার কথা জানা যাবে৷ ছবিমুক্তি ২৫ সেপ্টেম্বর৷