[english_date]

ক্যান্সার নিরাময়ে জোড়া ওষুধ!

মারণ রোগ ক্যানসার নিরাময়ে খরচ হয়ে গেছে কোটি কোটি টাকা। এখনও পর্যন্ত বিশ্বের তাবড় তাবড় গবেষকদের হাত থেকে একগুচ্ছ ক্যানসারের ওষুধ বেরিয়েছে। তবে, প্রতিক্ষেত্রই তার বাজারমূল্য এতটাই বেশি যে তা সাধারণের নাগালের বাইরেই থেকে গেছে। আর যাঁরা মহার্ঘ এই ওষুধ কিনতে সমর্থ হয়েছেন অনেকক্ষেত্রেই তাঁদের অঙ্গপ্রত্যঙ্গ বিকলের সম্ভাবনা দেখা গেছে। ফলে ক্যানসার থেকে মুক্তি কার্যত অধরাই থেকে গেছে সাধারণ মানুষের কাছে।

এবার ব্রিটেনের গবেষণাগারে তৈরি একজোড়া ওষুধ সেই স্বপ্নকে আবার জন্ম দিয়েছে। ইপিলিমুমাব ও নিভোলুমাব নামে ২টি ওষুধ ক্যানসার কোষের বৃদ্ধি রুখছে বলে দাবি গবেষকদের। ত্বকের ক্যানসারে আক্রান্ত রোগীদের মধ্যে একটি সমীক্ষা চালানো হয়। রোগীদের এই ২টি ওষুধ ব্যবহার করতে বলা হয়েছিল। একটি নির্দিষ্ট সময়ের পর দেখা গেছে, ৬০ শতাংশ রোগীর শরীরে ক্যানসারের বৃদ্ধি থমকে গেছে।

ত্বকের ক্যানসারের মধ্যে অন্যতম ভয়ঙ্কর মেলানোমা। ক্যানসার রিসার্চ ইউকের মতে, মেলানোমার উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেছে ইপিলিমুমাব ও নিভোলুমাব।

বর্তমানে ক্যানসার চিকিৎসায় টিউমার বৃদ্ধি রোখার চেষ্টা অগ্রণী ভূমিকা নিয়েছে। শরীরের রোগ প্রতিরোধকারী ক্ষমতার উপর ওষুধের ক্রিয়ার জেরে এই কাজ সম্ভব। কিন্তু, এক্ষেত্রে শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে। ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দেওয়া এই ওষুধগুলি নিয়েও সতর্ক গবেষকরা। জানা গেছে, এই ওষুধগুলি টিসুর উপর প্রভাব ফেলে গোটা রোগ প্রতিরোধকারী ক্ষমতাকে পঙ্গু করে দিতে পারে। এর জেরে ক্যানসার মাথাচাড়া দেওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ