২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কিউবায় সাক্ষাতে পোপ-কাস্ত্রো

আদর্শে আটকে না থেকে সকলের সেবায় হৃদয় প্রসারিত করুন। কিউবার ঐতিহাসিক জনসভায় বার্তা দিলেন পোপ প্রথম ফ্রান্সিস। হাভানার রেভলিউশনারি স্কোয়ারে গতকাল বক্তব্য রাখেন পোপ।
কমিউনিস্ট শাসিত কিউবায় যা একসময় কল্পনাও করা যেত না। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে আগের পরিস্থিতি এখনও আর নেই। গত শতাব্দীতেই কিউবা সফর করেছেন পোপ দ্বিতীয় জন পল। আর পোপ ফ্রান্সিস শুধু ধর্মগুরু নন, আন্তর্জাতিক কূটনীতিকও বটে। সূত্রের খবর, আমেরিকার সঙ্গে কিউবার দ্বিপাক্ষিক সম্পর্ক জোড়া লাগাতে পর্দার আড়াল থেকে অনুঘটকের কাজ করেছেন তিনিই।

কিউবা ছাড়াও কলম্বিয়ার পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন পোপ। সেখানে সরকার ও এফআরএসি গোষ্ঠীর মধ্যে শান্তিপ্রক্রিয়া যে কোনও মূল্যে সফল করতে হবে বলে মতপ্রকাশ করেছেন ফ্রান্সিস।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ