ভারত-পাকিস্তান আলোচনার মাঝে বার বারই বাধা হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর৷ আর এই কাশ্মীর ইস্যুতেই আর আন্তর্জাতিক সমর্থন পাবে না পাকিস্তান৷ শুধু তাই নয়, ওই এলাকায় গণভোটের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ থেকে সম্মতিও পাবে না তারা৷ এমনটাই বক্তব্য আর কারও নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেইন হক্কানির৷ তিনি বলেন, ‘সেখানকার নেতাদের ব্যর্থতার কারণেই কাশ্মীর এখনও পাকিস্তানিদের কাছে আবেগপ্রবণ ইস্যু৷ পাকিস্তান যে এই ইস্যুতে আর আন্তর্জাতিক সমর্থন পাবে না, সেই বিষয়ে সেখানকার নাগরিকদের অবহিত করেননি তারা৷’
তিনি আরও বলেন, বহু বছর ধরেই ভারতের সঙ্গে আলোচনা ও গণভোটের মাধ্যমে কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়ে এসেছে পাকিস্তান৷ কিন্তু, সীমান্তে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত এই ইস্যুতে আলোচনায় রাজি হয়নি ভারত৷ হক্কানি বলেন, ‘বেশিরভাগ পাকিস্তানিই জানেন না, ১৯৫৭ সালে কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে শেষ প্রস্তাবটি পাশ হয়েছিল৷ যদি রাষ্ট্রসংঘে নতুন করে এই প্রস্তাব তোলা হয়, তবুও কাশ্মীর ইস্যুতে গণভোটের জন্য কোনও সমর্থন ইসলামাবাদ পাবে না৷’ পাশাপাশি, কাশ্মীরের দাবিতে অনড় থাকার জন্য পাকিস্তানি কট্টরপন্থীদেরও একহাত নিয়েছেন তিনি৷