বিশ্বাস করুন অথবা না করুন, বর্তমানে ফেসবুকের মোট আয় বিশ্বের দীর্ঘতম রিটেলার ওয়ালমার্টকেও ছাপিয়ে গেল। পাবলিক কোম্পানি হিসেবে মাত্র তিন বছর বয়সেই ওয়ালমার্টের আয়কে ছাপিয়ে গেল ফেসবুক।
কোয়ার্টজ খবর, গত এক বছরে ফেসবুকের স্টক এক লাফে বেড়েছে প্রায় ৩০ শতাংশ। সোশ্যাল নেটওয়ার্কিং এই সাইটটির বাজারদর বেড়েছে ৬৫ বিলিয়ন ডলার। যার ফলে ২৩৫ বিলিয়ন ডলারের ওয়ালমার্টকে ছাপিয়ে ফেসবুকের বাজারদর এখন ২৩৬ বিলিয়ন ডলার।
বাজারদরের নিরিখে এই দুই সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে অ্যাপেল, মাইক্রোসফট ও গুগল।
পোস্টটি যতজন পড়েছেন : ১৬৬