১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এলির স্বপ্ন সালমান

ছোটবেলা থেকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন এলি আব্রাম। ২০১৩-তে তাঁর এই স্বপ্ন-পূরণ করেন মণীশ পল। বলিউডে অভিষেক হয় এই বিদেশিনীর। তবে এবার এলির স্বপ্ন সলমন। সাল্লুর সঙ্গে রোম্যান্স করতে চান নায়িকা। তারই অপেক্ষায় দিন গুনছেন এলি।

সম্প্রতি ট্যুইটারে এলি লিখেছেন, “ সলমন খানের সঙ্গে অভিনয়ের জন্য অপেক্ষার দিন গুনছি আমি” সেই সঙ্গে তিনি আরও বলেন, “আমি জানি একদিন আমার এই আশা পূরণ হবেই”।

‘মিকি ভাইরাস’ ছবিতে প্রথম দেখা মেলে এলির। এরপর কপিল শর্মার সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেন নায়িকা। ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর স্টেজেই  সলমনের সঙ্গে প্রথম মুখোমুখি দেখা এলির। আর তারপর থেকে সলমনে অভিভূত এলোই আব্রহ্ম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ