[english_date]

এতিমদের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

পবিত্র রমজানের প্রথম দিনে বরাবরের মতো এতিম ও ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শুক্রবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এই ইফতার মাহফিলের আয়োজন করেন বিএনপিপ্রধান।
তেজগাঁওয়ের রহমতে আলম ইসলামী মিশন, মদিনাতুন উলুম মুসলিম ইনস্টিটিউট এবং শান্তিনগর ও ফকিরাপুল এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা এতে অংশ নেন।
ইফতারে ওলামা-মাশায়েখদের মধ্যে ছিলেন নরসিংদীর জামিয়া কাশিমিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামালউদ্দিন জাফরী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, সহসভাপতি মাওলানা আবুল হাসনাত আমিনী, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মোজাফফর আহমেদ, শর্ষিনার ছোট হুজুর মাওলানা আরিফ বিল্লাহ ও কামরাঙ্গীরচর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।
ইফতারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সারোয়ারী রহমান, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, জামায়াতে ইসলামীর নেতা শামীম বিন সাঈদী, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। ইফতারের আগে খালেদা জিয়া বিভিন্ন টেবিলে ঘুরে ওলামা-মাশায়েখ ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ