সম্পর্ক ভাঙার পর একফ্রেমে তো দূরের কথা, মুখোমুখিও হয়নি শাহিদ-করিনা। তবে এখন পরিস্থিতি পাল্টেছে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে একসঙ্গে কাজ করছেন তাঁরা। তবে শাহিদের সঙ্গে স্ক্রিন-স্পেস শেয়ার করছেন না বেবো। কিন্তু করিনা যা পারেননি তা করে দেখালেন সইফ। এক মঞ্চে হাজির শাহিদ-সইফ, সঙ্গে তুললেন সেলফি।
পোস্টটি যতজন পড়েছেন : 255























