![](https://earthnews24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বিপিএলে ভারতীয় ক্রিকেটাররা না খেললেও গত দুই আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের কমতি ছিল না। এবারও উদ্বোধনী অনুষ্ঠানের আকর্ষন বাড়াতে একঝাক বলিউড তারকাদের আনা হচ্ছে। থাকছেন হ্যান্ডসাম হৃত্বিক রোশন ও শ্রীলঙ্কার বলিউড নায়িকা জ্যাকুলিন ফার্নান্ডেজ। গান গাইবেন ভারতের জনপ্রিয় কন্ঠ শিল্পি কেকে।
[review]
আগামী মাসের ২০ নভেম্বরের এ উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের পাশাপাশি থাকবেন দেশীয় তারকারাও। ব্যান্ড দলের মধ্যে থাকবে মাইলস ও এলআরবি। গান গাইবেন জনপ্রিয় কন্ঠশিল্পি মমতাজ। উদ্বোধনী অনুষ্ঠান হবে চার ঘন্টার। মাঝ খানে একদিন বিরতি দিয়ে ২২ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর।
আজ দুপুরে বিসিবি কার্যালয়ে প্রেস কনফারেন্সে বিপিএলের তৃতীয় আসরের নানা দিক তুলে ধরে বিপিএলের গভর্নিং কাউন্সিল। এতে উপস্থিত ছিলেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, সদস্য শেখ সোহেল ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।