মাঠের মধ্যে তিনি যেমন ম্যাজিক দেখিয়ে সকলকে মোহিত করেন৷তেমনই মাঠের বাইরেও নিজেকে একইভাবে মেলে ধরতে চান রোনাল্ডো ৷কীভাবে ? সুন্দর রুপ দেখিয়ে সমর্থকদের চোখ ধাঁধিয়ে দিতে চান সিআর সেভেন ৷ তাই রুপচর্চা শুরু করেছেন রিয়াল মাদ্রিদের মহাতারকাটি ৷এমনিতেই সুঠাম শরীরের জন্য গোটা বিশ্বে বিশ্বে পূজিত হন সিআর সেভেন ৷ বিশেষ করে গোটা বিশ্বের মেয়ে মহল রোনাল্ডোকে অন্য চোখে দেখে ৷এরপর রুপচর্চা আরও বেড়ে যাওয়াতে গোটা বিশ্বে আলোরণ পড়ে গিয়েছে ৷যদিও রোনাল্ডো নিজেকে আরও সুন্দর করার জন্য উদগ্রীব ৷সেই জন্য সমর্থকদের ফেসবুকে বার্তা দিয়েছেন, ‘সুন্দর হতে চাই আরও’৷
প্রিয় তারকার এই বার্তা পেয়ে সমর্থকরাও উচ্ছ্বসিত৷ এখন প্রশ্ন কীভাবে নিজেকে আরও সুন্দর করছেন সিআর সেভেন ? নয়া চুলের ছাঁট দিচ্ছেন রোনাল্ডো ৷প্রায় নিজের চুলের স্টাইল পরিবর্তন করেন ৷এবারও সেই স্টাইলের পরিবর্তন চলছে ৷ সমর্থকদের জন্যই নাকি নিজের চুল কাটছেন রোনাল্ডো ? রোনাল্ডো বলেছেন, ‘ হাই বন্ধুরা ৷ আমি আমার বন্ধুর সঙ্গে চুল কাটছি ৷’ এবার দেখার মাঠের বাইরে নতুন রুপে কীভাবে মেলে ধরেন রোনাল্ডো ?