বিশ্বের সবচেয়ে শক্ত স্মার্টফোন তৈরি করলো চীনের মোবাইল ফোন সেট নির্মাতা প্রতিষ্ঠান ‘উমি’। ফোনটির মডেল ‘উমি হ্যামার’। এটির কাঠামো তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। ফলে ফোনটি অনেকটাই শক্তপোক্ত। উমি দাবি করছে এটাই পৃথিবীর সবচেয়ে শক্ত স্মার্টফোন। এটির অ্যালয় ফ্রেমের পাশাপাশি রিয়ার প্যানেলে পলিকার্বনেটেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। ফোনটির পুরুত্ব ৪.৩ মিলিমিটার।
ডুয়েল সিমের এই স্মার্টফোনটি অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। চাইলে এটাতে অ্যানড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেম আপগ্রেড করিয়ে নেয়া যাবে। উমি হ্যামার স্মার্টফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে।
এতে আছে ১.৫ গিগাহার্টজের কোয়াডকোর মিডিয়াটেক(এমটি৬৭৩২) প্রসেসর, মালি টি৭৬০ জিপিইউ, ২ জিবি র্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির পেছনের ক্যামেরায় আছে ১৩ মেগাপিক্সেল। সঙ্গে আছে এলইডি ফ্লাশ। সেলফি ক্যামেরায় আছে ৩.২ মেগাপিক্সেল।
এই স্মার্টফোনটি থ্রিজি এলটিই, জিপিএস, এজ, ওয়াইফাই ৮০২, ব্লুটুথ নেটওয়ার্ক সমর্থন করে। এতে মাইক্রো ইউএসবি স্লটও রয়েছে।
ফোনটিতে আছে এক্সিলোরোমিটার, অ্যামবিয়েন্ট লাইট সেন্সর, ম্যাগনেটোমিটার এবং প্রোক্সিমিটি সেন্সর। ভারতের বাজারে উমি হ্যামার স্মার্টফোনটির মূল্য ১০ হাজার ৯৯৯ রুপি। বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১৩ হাজার ৪৩৯ টাকা।