রমজানের শুরুতেই ই-কমার্স মাকেটপ্লেসগুলোতে জমে উঠেছে কেনাকাটা। বাড়িতে বসেই গ্রাহকরা অনলাইনে অর্ডার দিয়ে কিনছেন তাদের পছন্দের সব পণ্য। গত কয়েক বছরে দেশে অনলাইন শপিং জনপ্রিয় হয়ে ওঠায় এবারে বিক্রয়াদেশের হার আরও বাড়বে বলেও মনে করছেন ই-কমার্স উদ্যোক্তারা। ইলেক্ট্রনিক ডিভাইসের পর্দায় ছোট্ট একটি স্পর্শেই এখন পণ্য পৌঁছে যাচ্ছে বাড়িতে। আর তথ্য-প্রযুক্তির এমন সুবিধাকে কাজে লাগিয়ে এখন বাড়ির ছাদে বসেও চলছে ঈদের কেনাকাটা। ই-কমার্স ওয়েবসাইটগুলোতে সাজানো পণ্যের পসরা থেকে ক্রেতারা এখন বেছে নিচ্ছেন চাহিদা মাফিক পণ্যটি। ফলে রোজা রেখে শহরে যানজটের ঝক্কি আর দিনশেষের ক্লান্তি এড়িয়ে নির্বিঘ্নেই সম্ভব হচ্ছে ঈদের কেনাকাটা।
শুধু ঈদ পোশাকই নয়। জুতো, বেল্ট, কসমেটিক্সসহ আনুষঙ্গিক নানা পণ্যের কেনাকাটাও থেমে নেই এখানে। এদিকে, ঈদ কেনাকাটায় বিশেষ প্যাকেজ ও ছাড়ের অফারও রেখেছেন ই-কমার্স উদ্যোক্তারা। পাশাপাশি গেল রমজানের তুলনায় দ্বিগুণ বিক্রির প্রত্যাশাও করছেন তারা। আজকের ডিল ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর জানান, ‘গত ঈদে সব মিলিয়ে আমাদের পঞ্চাশ লাখ টাকার মতো বিক্রি হয়েছিল। আমাদের হিসাব অনুযায়ী এবারের ঈদে এক থেকে দেড় কোটি টাকা বিক্রি হবে।’
এখনি ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান বলেন, ‘আমাদের যারা মার্চেন্টরা আছেন ঈদ উপলক্ষে অনেক নতুন কালেকশন নিয়ে এসেছেন। এবং তারা ঈদ উপলক্ষে অনেক ছাড়ও দিচ্ছেন।’ ঈদের আগের দিন পর্যন্ত বেশিরভাগ ই-কমার্স ওয়েবসাইটে ক্রেতারা পণ্য কেনাকাটা করতে পারবেন বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।
