১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ইয়েমেনে বিক্ষোভ

সৌদি আগ্রাসনের বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছে ইয়েমেনের হাজার হাজার মানুষ। সোমবার রাজধানী সানার ‘বাবুল ইয়েমেন’ এলাকায় মূল বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভকারীরা সৌদি আগ্রাসন অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। আরবি স্যাটেলাইট চ্যানেল ‘আল-মাসিরা’ সূত্রে খবর, বিক্ষোভকারীরা আমেরিকা ও ইজরায়েলের বিরুদ্ধেও বিভিন্ন শ্লোগান দিয়েছেন। তাদের হাতে ছিল জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ’র নেতাদের ছবি।

বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাষ্ট্রসংঘের উচিত এই হামলা বন্ধও করার নির্দেশ দেওয়া। এক ওমান সুলেমান নামের এক বিক্ষোভকারীর কথায়, সৌদি আরব প্রতিদিনই বিমান হামলা চালিয়ে বহু নিরপরাধ মানুষকে হত্যা করছে। কিন্তু মানবাধিকারের দাবিদার বিভিন্ন দেশ ও সংস্থা বর্বর হামলা বন্ধের কোনও পদক্ষেপই নিচ্ছে না।

এদিকে, আনসারুল্লাহ নেতা যায়িফউল্লাহ আশ-শামি সোমবার বলেন, ইয়েমেনের গণবাহিনী সৌদি আগ্রাসনের কঠোর জবাব দেয়ার বিষয়ে ঐক্যবদ্ধ। শত্রুরা ইয়েমেনিদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না। তিনি বলেন, ইয়েমেনের জনগণ প্রমাণ করেছে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র সফল হবে না।

উল্লেখ্য, গত মার্চ মাস থেকে ইয়েমেনের শিয়াপন্থী হাউতি বিদ্রোহীদের নিকেশ করার লক্ষ্যে ইয়েমেনে হামলা চালাচ্ছে মার্কিন মদতপুষ্ট সৌদি বিমান বাহিনী। গোটা ঘটনায় প্রতিদিনিই প্রায় হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ