ইয়েমেনে ফের হামলা চালাল সৌদি আরব। শনিবারের হামলায় ইয়েমেনে মৃত্যু হয়েছে ৭৬ জনের। আহত হয়েছেন ১৩০ জন। রাজধানী সানায় শুক্রবার রাত থেকে হামলা চালাতে শুরু করে সৌদি আরব। শুক্রবারই মৃত্যু হয়েছে ৩৬ জনের। শনিবার সেই সংখ্যা বেড়েছে।
ইয়েমেনের সাবা ওয়েব নিউজ সূত্রে খবর, হামলা তীব্রতর হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার ও আজকের হামলায় সৌদি জঙ্গি বিমান থেকে ইয়েমেনের স্বরাষ্ট্রমন্ত্রক ভবন, সরকারি সেবাকেন্দ্র ও আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এছাড়া মারিব প্রদেশ, আল-বাইদা ও সা’দা প্রদেশে বিমান হামলায় নিহত হয়েছেন ৪১ জন।
গত ২৬ মার্চ থেকে সৌদি আরব আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সৌদি আগ্রাসনে এ পর্যন্ত ৫,২০০ মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
উল্লেখ্য, গত মার্চ মাস থেকে শিয়াপন্থী হাউতি বিদ্রোহীদের হাত থেকে ইয়েমেনকে বাঁচাতে বিমান হামলা চালাতে শুরু করেছে সৌদি আরব। গত পরশুই ইয়েমেনে ফের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফিরেছ আবেদ্রাব্য মনসুর হাদি।