ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত করেছে ইউজিসির গঠিত তদন্ত কমিটি। আজ শনিবার সরেজমিনে এসে কমিটি তদন্তের কার্যক্রম পরিচালনা করেছে। বিশ্ববিদ্যালয়ের শতাধিক ব্যাক্তি তদন্ত কমিটির সাথে সাক্ষাৎ করে অভিযোগের বিষয়ে বিভিন্ন তথ্য ও প্রমাণাদি সরবরাহ করেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। জানা যায়, একই সাথে দুইটি তদন্ত কমিটি পাঠিয়েছিল ইউজিসি। প্রশাসনের কর্তাব্যক্তিদের দ্বারা সংগঠিত বিভিন্ন অনিয়মের অভিযোগ পত্র-পত্রিকায় প্রকাশিত হলে তা গভীরভাবে খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় মুঞ্জুরী কমিশন (ইউজিসি)। আর একটি তদন্ত কমিটি গঠিত হয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে। উভয় কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. আবুল হাশেম। সদস্য সচিব ফেরদাউদৌস জামান এবং সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রফেসর ড. আবুল হাশেম বলেন, আমরা নির্বিঘেœ তদন্ত কার্যক্রম পরিচালনা করেছি। কমিটির হাতে বিভিন্ন তথ্য-প্রমাণ পৌঁছেছে। এগুলোর সঠিক পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সঠিক, স্বচ্ছ এবং পক্ষপাতহীন একটি প্রতিবেদন দাখিল করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। উল্লেখ্য, প্রথমে দুইদিনব্যাপী তদন্তের কথা থাকলেও পরে ইউজিসির এক জরুরি ফ্যাক্স মারফত তা সংক্ষেপ করে একদিন করা হয়। ফ্যাক্স বার্তায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষায় কোনরকাম পরিবেশ বিপর্যয় যেন না হয় সেদিকে খেয়াল রেখে তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।