ভেঙে পড়া ইন্দোনেশিয়া বিমানের মৃতের সংখ্যা বাড়ল। গোটা ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জন। প্রাথমিকভাবে ১২ জন সেনা কর্মীকে নিয়ে ইন্দোনেশিয়ার ঘন বসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার যুদ্ধবিমান হারকিউলিস সি-১৩০৷ এখনও অব্যাহত রয়েছে বিমানটির উদ্ধারকাজ।
সে দেশের বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল আগুস সুপ্রিয়াতনা জানান, ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় কন্ট্রোল টাওয়ারে ফোন করে বিমানটি ফিরিয়ে আনতে চেয়েছিলেন পাইলট৷ বিমানবন্দরের দিকে মুখ ঘোরানোর পরই ভেঙে পড়ে এটি৷ বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ওই বিমানে ১৭ জন সেনা ছিলেন বলে জানিয়েছেন সুপ্রিয়াতনা৷ সেনার সরঞ্জাম নিয়ে এ দিন দুপুর ১২ টা নাগাদ বিমানটি সুমাত্রা দ্বীপের মেডান বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল৷উড়ান দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে৷
উল্লেখ্য, ২০০৫ সালের সেপ্টেম্বর, মেডানের পোলোনিয়া বিমানবন্দর থেকে উড়ান দেওয়ার পর ভেঙে পড়েছিল মান্ডালা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭৷