[english_date]

ইচ্ছে থাকলেই আকাশ ছোঁওয়া যায়

“ইচ্ছা থাকলেই উপায় হয়। তাইতো একমাত্র ইচ্ছে থাকলেই আকাশ ছোঁওয়া যায়”- ‘বাহুবলী’-তে মুগ্ধ বাদশার ট্যুইট। সম্প্রতি এস এস রাজামৌলির ব্লকবাস্টার ছবি ‘বাহুবলী’ দেখে ফেলেছেন শাহরুখ। তারপরই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ছবির প্রশংসায় পঞ্চমুখ কিং খান। তিনি লিখেছেন, “ছবিটি তাঁকে রীতিমতো অনুপ্রাণিত করেছে। সেই কারণে ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে ধন্যবাদও জানিয়েছেন তিনি।”
‘বাহুবলী’-তে অভিনয় করেছেন প্রভাস, রানা দুগ্গুবাতি, অনুষ্কা এবং তমন্না। হিন্দি এবং মলয়ালম ভাষায় ছবিটিকে ডাব করাও হয়েছে। ২ ভাইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে “বাহুবলী”। বাহুবলীর চরিত্রে অভিনয় করছেন প্রভাস। বল্লালদেবের চরিত্রে রয়েছেন রানা।

দেশের ‘সর্বাধিক ব্যয়বহুল’  এই ছবি নিয়ে সিনে-প্রেমী ছাড়াও আলোচনায় মেতেছেন বলিউড-তারকারাও। এমনকী, স্বয়ং অমিতাভ বচ্চনও। কিছু দিন আগেই টুইট করেছেন বচ্চন, “এমন ছবিতে আমাকে অভিনয়ের সুযোগ না দেওয়াটা ঘোরতর অন্যায়!”

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ