আসন সংখ্যা সীমিত হওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হওয়া নিয়ে রাজশাহীতে দুশ্চিন্তায় আছেন শিক্ষার্থীরা। এজন্য অভিভাবকেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। তবে শিক্ষাবিদরা মনে করেন, এই সংকট কাটাতে হলে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর সব শিক্ষার্থীর স্বপ্ন থাকে ভালো মানের পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫২টি বিভাগে ৪ হাজার ৩শ’ ৪৮ এবং রুয়েটে ১২টি বিভাগে মোট ৮শ’ ১৫টি আসন রয়েছে।
শুধু রাজশাহী শিক্ষাবোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২শ’ ৫০জন শিক্ষার্থী। যে হারে ভালো ফলাফলের সংখ্যা বাড়ছে, সে তুলনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা বাড়ছে না। এতে শিক্ষার্থীরা ভর্তি নিয়ে চিন্তিত। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
তবে সংকট কাটাতে আসন সংখ্যা বাড়ানো ছাড়াও নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন শিক্ষাবিদ প্রফেসর ড. সাদেকুল আরেফিন মাতিন।
গত শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনের বিপরীতে ৪৩ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -রুয়েটে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৭ জন শিক্ষার্থী।
আগামী ৯ নভেম্বর থেকে শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত চলবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে শুরু করেছে ভর্তীচ্ছু শিক্ষার্থীরা।