
এবার ফেসবুকে নিজের স্টেটাস পোস্ট করতে পারবেন আরও দ্রুত। এমনকী, ভিডিও ও ফোটোও আপলোড করা যাবে আগের তুলনায় আরও তাড়াতাড়ি। কারণ, ইউজ়ারদের এই সুবিধা দিতে নতুন অ্যাপ লঞ্চ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। যার নাম দেওয়া হয়েছে “3D টাচ”।
এতদিন “3D টাচ”-এর সুবিধা পাওয়া যেত ইনস্টাগ্রামে। এবার থেকে সেই সুবিধা নিতে পারবেন ফেসবুক ইউজ়াররাও। তবে iPhone 6s ও 6s Plus-এর ব্যবহারকারীরাই আপাতত এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন বলে জানা গেছে।
পোস্টটি যতজন পড়েছেন : ১১৫