১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আমেরিকা ও ইংল্যান্ড তার নিজের দেশে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যার্থ-ইনু

আমেরিকা ও ইংল্যান্ড তার নিজের দেশে নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে বাংলাদেশে সব বিদেশীর নিরাপত্তা দিতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে বলে জানান তিনি।

শনিবার  বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরে জিকেপি প্রকল্পের আওতায় গোপালপুর দর্গাতলা হাতিগাড়া মোড়ে ছয় কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।

এর আগে তথ্যমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, রাজনীতিতে থাকলেই গণতন্ত্র আছে, এটা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আমাদের ব্যাপার নয়; ব্যাপার হলো, রাজনীতিতে জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন-সন্ত্রাসীরা থাকবে কি থাকবে না।”

ইনু বলেন, “আমাদের অবস্থান পরিষ্কার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন-সন্ত্রাসীরা  থাকবে না। তারা থাকলে গণতন্ত্র ধ্বংস হয়, তাদের বাদ রাখলে গণতন্ত্র নিরাপদ হয়।”

বাংলাদেশে বিদেশীদের নিরাপত্তার বিষয়ে বহির্বিশ্বের সতর্কতা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, “কে কাকে সতর্ক করছে? আমেরিকা এবং ইংল্যান্ড তার নিজের দেশের নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না।”

তথ্যমন্ত্রী বলেন, “তবে তারা সতর্কতা জারি করুক আর না করুক, সরকার আমাদের দেশে সব বিদেশীর নিরাপত্তা দিতে সর্বাত্মক চেষ্টা চালাবে।”

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা এসি ল্যান্ড কাজী তারেক সালমুন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ