কুস্তি করতে রীতিমতো উঠেপড়ে লেগেছেন আমির খানের মেয়েরা। আমিরের আগামী ছবি ‘দঙ্গল’-এর জন্য তৈরি তাঁর অনস্ক্রীন মেয়েরা। তাঁরা থাকছেন আমিরেরই বান্দ্রার ফ্ল্যাটে, মেনে চলছেন কড়া ডায়েট চার্ট।
ফতিমা শেখ, সানিয়া মালহোত্র, জাইরা ওয়াসিম, সুহানি ভাটনগর এই চারকন্যা একেবারে রেডি ‘দঙ্গল’-এর জন্য। রোজ সকালে তাঁদের সঙ্গে কুস্তি প্র্যাকটিসে যোগ দিচ্ছেন ‘বাবা’ আমিরও। ট্রেনিং সেরে ঘরে ফিরে লাঞ্চ। থাকছে বিশেষভাবে বানানো স্বাস্থ্যকর খাবার, লাঞ্চের সময়েও ‘মেয়ে’দের সঙ্গে থাকছেন আমির। সন্ধ্যায় তাঁরা ব্যস্ত থাকছেন হরিয়ানভি ভাষা ও উচ্চারণ শেখার ক্লাসে, এবং তারপরে জিমে নিয়ম মেনে শরীরচর্চা মাস্ট। সমস্ত শিডিউলের উপরেই আমিরের কড়া নজর আছে।
তাহলে দেখাই যাচ্ছে, অনস্ক্রীন বাবা ক্যামেরার বাইরেও মেয়েদের সম্পর্কে কতটা কেয়ারফুল!
পোস্টটি যতজন পড়েছেন : ২৩২