সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ীতে আবারও দুর্ঘটনায় ৫ জন নিহত এবং আহত হয়েছেন ১ জন।
পুলিশ জানায়, গতরাত সাড়ে ১২টার দিকে, সিরাজগঞ্জ থেকে বেলকুচিগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী দ্রুতগামী একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ৪ জন মারা যান। আহত হন আরও ২ জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যান।
এর আগে ঈদের পরদিন ভোরে একই এলাকায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত ও আহত হয় অন্তত ৫০ জন।