[english_date]

বউয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

রাজধানীর খিলক্ষেতে বউয়ের সঙ্গে দেখা করতে না দেওয়ায় মুরাদ হোসেন অন্তর (২০) নামে এক যুবক একটি ভবনের সাততলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। মুরাদ চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ভুজপুর থানার সরদার পাড়া এলাকার হাছান চৌধুরী ছেলে ও উত্তরার একটি পলিটেকনিক্যাল কলেজের ছাত্র। তিনি খিলক্ষেত লেকসিটি এলাকায় একটি মেসে থাকতেন। গত মঙ্গলবার দিনগত রাত ৮টার দিকে উত্তর খিলক্ষেতে চাচা রায়হান মিয়ার বাড়ির সাত তলা থেকে লাফ দেন মুরাদ। দ্রুত উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়তোষ চন্দ্র দত্ত  জানান, রাত ১২টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মুরাদের মামা আসিফ হাসান  জানান, মুরাদ প্রেমের সূত্রে স্থানীয় একটি মেয়েকে নিয়ে পালিয়ে চট্টগ্রামে গিয়ে বিয়ে করেন। মেয়ের বাবা চট্টগ্রাম থেকে তাদের বুঝিয়েশুনিয়ে ঢাকায় নিয়ে আসেন। এরপর তিনি মেয়েকে আটকে রাখেন এবং মুরাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বাধ্য করান। অনেক চেষ্টা করেও মুরাদ তার স্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে মঙ্গলবার রাতে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ