[english_date]

আত্মঘাতী জঙ্গি হাম্মলায় দুই ইরাকি সেনার মৃত্যু

আত্মঘাতী জঙ্গি হানায় মৃত্যু হল দুই ইরাকি সেনার৷ বৃহস্পতিবার আনবার প্রদেশের রাজধানী রামাদিতে ফিদায়েঁ বিস্ফোরণে মৃত্যু হয় আনবার অপারেশনস কমান্ডের ডেপুটি হেড স্টাফ মেজর জেনারেল আবদুল রহমান আবু রাঘিব এবং দশম ডিভিশন কমান্ডার স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল সাফিন আবদুলমাজিদ৷
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাসোল জানান, উত্তর রামাদির আল-জারাইশি এলাকায় এই হামলাটি হয়৷ গত মে মাসে এলাকাটি দখল করে নেয় আইএস৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ