বার্সেলোনার পঞ্চম নাকি য়্যুভেন্তাসের তৃতীয় শিরোপা। দুদলেরই চোখ মৌসুমে ট্রেবল জয়ে। সেলক্ষ্যে ফাইনাল মহারনে রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই জায়ান্ট। বার্লিনে রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টেন অ্যাকশন।
প্রতিদ্বন্দ্বিতার আবহে বিশ্বকাপকেও ছাপিয়ে চ্যাম্পিয়ন্স লিগ, এই রায় আগেই দিয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন।
সত্যিই তাই। বিশ্বকাপে একসঙ্গে একই ম্যাচে কি দেখা যায় তিন মহাতারকা মেসি নেইমার সুয়ারেজকে? ফাইনালে ইউরোপের দুটি শহর। অথচ উত্তেজনায় কাপছে পুরো বিশ্ব।
রোমাঞ্চটা অন্য কারনে। গেল দশ বছরে চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা মিশনে থাকা বার্সেলোনার সামনে য়্যভেন্তাস এসেছে অনেকটা চমক হয়েই। তারপরও ইতালিয়ানদের হেলাফেলা সুযোগ নেই।
দু দলের মুখোমুখি আট দেখায় ৪টিতে জিতে এগিয়ে ওল্ড লেডিরা। ব্লগ্রানাদের জয় দুটিতে।
২০০৯ এরপর আরেকটি ট্রেবল জয়ের হাতছানি কাতালানদের। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা মেসির সামনে সুযোগ আসরের তিন ফাইনালে গোল করা একমাত্র ফুটবলার হবার।
সুয়ারেজ ও নেইমারের সঙ্গে তার জুটিতে দুর্বার বার্সা। অধিনায়ক জাভি হার্নান্দেজের কাছে আজ যেমন বিদায়ের ম্যাচ, নেইমারের কাছে এটা ক্যারিয়ারের সেরা মুহুর্ত।
নেইমার বলেন, ‘ আশা করছি মৌসুম জুড়ে পরিশ্রমের ফল আমরা পাবো। আমি আত্নবিশ্বাসী জয়ী হবো আমরাই।
লুইস এনরিকে বলেন, ‘ য়্যুভেন্তাসকে হারাতে উচুমাপের ফুটবল খেলতে হবে। কঠিন এক ম্যাচের প্রত্যাশাই করছি।’
এই বার্লিনেই ২০০৬ বিশ্বকাপ উচিয়ে ধরেছিলেন পিরলো-বুফনরা। ইতালিয়ান ক্লাবটির জন্য এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা ।
গুঞ্জন আছে এই ম্যাচ দিয়ে য়্যুভেন্তাস ক্যারিয়ার শেষ হচ্ছে আন্দ্রে পিরলোর।
ইনজুরিতে খেলতে পারবেন না জর্জিও কিয়েলিনি। স্পটলাইটে আরেক আর্জেন্টাইন তেভেজ। তবে নি:সংকোচে বার্সেলোনাকে এগিয়ে রাখলেন বুফন।
বলেন, ‘প্রতিপক্ষে যখন মেসি নেইমার সুয়ারেজ আছে, ফেবারিট কারা তা নিয়ে সংশয় থাকেনা। স্কোয়াডে তাদের মত ফুটবলার থাকা ভাগ্যের ব্যাপার।’
ম্যাসিমিলানো অ্যালেগ্রি বলেন, ‘ওই আক্রমন ত্রয়ীকে আটকাতে আমাদেরকে সামর্থ্যের সর্বোচ্চ সীমায় যেতে হবে। ড্রয়ের সুযোগ নেই আমাদের জিততেই হবে।’
হেইসেল ট্র্যাজেডির ৩০ বছর পূর্তি আজ। শিরোপা প্রাণ হারানো ৩৯ সমর্থককে উৎসর্গ করতে চায় য়্যুভেন্তাস।
ভাগ্য গড়ে দেবে চ্যাম্পিয়ন। নাকি চ্যাম্পিয়নরা নিজ হাতে লিখবেন ভাগ্য। সব উত্তরের অপেক্ষায় বার্লিনের ধুন্ধুমার এক ফাইনাল।