
আজ সকাল ৯টা থেকে তৃতীয় দিনের মতো ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ কারণেই রাত থেকেই অগ্রিম টিকিটের অপেক্ষায় কমলাপুর স্টেশনে কাউন্টারের সামনেই রাত পার করেছেন টিকিট প্রত্যাশী অনেকেই। শুক্রবার সন্ধ্যার পর থেকেই স্টেশনে ভিড় করতে থাকেন তারা। রাত বাড়ার সাথে সাথে ভিড় আরো বাড়তে থাকে। পুরুষদের পাশাপাশি নারীরাও আগেভাগেই স্টেশনে এসে ভিড় করেন। টিকিটের জন্য সারা রাত লাইনে দাঁড়িয়ে, শুয়ে-বসে, লুডু খেলে, পত্রিকা-বই পড়ে সময় পার করেছেন টিকিট প্রত্যাশীরা। লাইনের পেছনে যারা আছেন, তারা অনেকেই আশঙ্কা করছেন টিকিট না পাওয়ার।
এদিকে, স্টেশনে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার দেয়া হবে আগামী ১৫ জুলাইয়ের টিকিট।
পোস্টটি যতজন পড়েছেন : ১৭৫