
জাতীয় পার্টির কাজী জাফর গ্রুপের ইফতার ও নৈশভোজে অংশ নেবেন ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ শনিবার বিকেলে বসুন্ধরা কনভেনশন সিটিতে (হল নং-৩, রাজদর্শন) এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছেন জাপার চেয়ারম্যান কাজী জাফরের ব্যক্তিগত সহকারী সচিব কামরুজ্জামান রনি। ইফতার মাহফিলে আরো উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, ড. আকবর আলি খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় রাজনৈতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনীতিবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীসহ ও বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ীরা।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করবেন জাপা চেয়ারম্যান কাজী জাফর আহমদ।
পোস্টটি যতজন পড়েছেন : ৯৪