২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইএসের বিরুদ্ধে পপ তারকার গান

একেই বলে ধন্যি মেয়ে৷ ক্রমাগত বিশ্বত্রাস হয়ে ওঠা আইএস-এর বিরুদ্ধে লড়াই শুরু করলেন একা৷ যে লড়াই দেখে স্তম্ভিত তামাম দুনিয়া৷ জীবনের পরোয়া না করেই নিজের অ্যালবামে আইএস-এর বিরুদ্ধে গান বাঁধলেন কুর্দিশ পপস্টার হিলি লাভ৷ যে কোনও মুহূর্তে তাঁর উপর নেমে আসতে পারে বিপদ৷ কিন্তু তাতে কী৷ জন্মালে তো মরতে হবেই৷ আর এই সত্যটিকে আকড়েই গানের সুরে বিদ্রোহের ডাক দিলেন তিনি৷ শুধু কাই নয়, জঙ্গিদের স্বর্গরাজ্যে ঢুকেই এই অ্যালবামের শ্যুট করলেন লাভ৷ তিন মাস ধরে ইরাকের মসুল শহর থেকে ২ মাইল দূরে একটি ছোট গ্রামে চলে অ্যালবামের শ্যুটিং৷ অকুতভয় এই পপস্টারের কথায়, ‘একজন শিল্পী হিসাবে আমার অস্ত্র গান৷ এই অস্ত্র দিয়ে যদি আইএসের বিরুদ্ধে লড়তে পারি, তাহলে বুঝব আমার গান যে কোনও অস্ত্রের থেকে বেশি শক্তিশালী৷’’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ