অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের তথ্য ফাঁস করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। হঠাৎ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের ব্যাখ্যা দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। তিনি বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও, নিরাপত্তা ইস্যুতে পুরো বিষয়টি নির্ভর করছে নিরাপত্তা প্রধান শন ক্যারলেন প্রতিবেদনের উপর। কারণ, খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার।
শনিবার নিরাপত্তার কারণ দেখিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুটি টেস্ট খেলতে আগামী সোমবার স্টিভেন স্মিথের নেতৃত্বে বাংলাদেশ আসার কথা ছিল অজি জাতীয় ক্রিকেট দলের। তবে অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দিয়েছে। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য নতুন করে নিরাপত্তা পরিকল্পনা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
মূলত সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের নিরাপত্তা নিয়েই শঙ্কা দেশটির বোর্ডের। এ বিষয়ে রোববার গণমাধ্যমের সাথে কথা বলেন বোর্ডের প্রধান নির্বাহী।
তিনি বলেন, ‘সফরের ব্যাপারে আমরা আগ্রহী। কিন্তু খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা সেবার আগে। তাই হঠাৎই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। তাঁদের নিরাপত্তা নিশ্চিত হলে অবশ্যই আমরা বাংলাদেশ সফর করবো।’
এদিকে, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ঢাকায় এসেছেন বোর্ড নিরাপত্তা প্রধান শন ক্যারোল। আপত দৃষ্টিতে তাঁর সন্তুষ্টির উপরই ঝুলে রয়েছে অস্ট্রেলিয়া দলের সফর।
তিনি বলেন, ‘পুরো বিষয়টি নির্ভর করছে আমাদের বোর্ডের নিরাপত্তা প্রধান ক্যারলের উপর। বাংলাদেশ নিরাপত্তা নিয়ে তিনি যদি সন্তুষ্ট হন তবেই সোমবার সিদ্ধান্ত আসতে পারে। পুরো বিষয়টি বেশ বিব্রতকর। কিন্তু, সময়ের দাবি অনুসারে কাজ করতে হবে আমাদের।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারোলের প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা ইতিবাচক হলে, ধারনা করা হচ্ছে বুধবার বাংলাদেশে পা রাখবে অজিরা।