৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অস্ট্রেলিয়ার দেখা গেল বিরল প্রজাতির সাদা তিমি

হেরম্যান মেলভিলের ‘মবি ডিকে’র কাহিনি অনেকেই হয়তো ভোলেননি৷যাঁরা সেই উপন্যাস পড়েননি তাঁদের কেউ কেউ হয়তো ভুলতে পারেননি, ওই অনবদ্য কাহিনি অবলম্বনে তৈরি হলিউডের সিনেমার কথা৷যাতে অভিনয় করেছিলেন গ্রেগরি পেক৷বহুকাল বাদে ঠিক সে রকমই এক মবি ডিকের দেখা মিলল অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে৷অর্থাৎ, বিরল প্রজাতির সাদা তিমির৷এই ধরনের অ্যালবিনো তিমি মিগালু নামে পরিচিত৷ ১৯৯১ সালে প্রথম অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে দেখা মিলেছিল এই প্রজাতির তিমির৷তারপর দেখা গেল এবার৷

যদিও সি ওয়ার্ল্ড মেরিন সায়েন্সের ডিরেক্টর ট্রেভর লং জানিয়েছেন, এই অ্যালবিনো স্তন্যপায়ী সন অফ মিগালু নামে পরিচিত৷এই সাদা তিমিটির বয়স ৫ বছর বলে জানা গিয়েছে৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ