এবারে অভিবাসীদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিলো স্প্যানিশ ফুটবল ক্লাব এইবার এবং ইতালিয়ান ক্লাব রোমা। এইবার তাদের আসন্ন ম্যাচের টিকিট বিক্রির একটি অংশ অভিবাসীদের সহায়তার জন্য দেয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে, এসি রোমা অভিবাসীদের পাশে দাঁড়াতে ফান্ড সংগ্রহের জন্য ‘ফুটবল কেয়ারস’ নামে ভিন্নধর্মী কার্যক্রম চালু করেছে।
এর আগে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ, জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও সেল্টিক অভিবাসীদের সাহায্যের জন্য বেশ অংকের টাকা দান করেছেন। এই ধারাবাহিকতায় বিশ্ব মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে আরেক স্প্যানিশ ফুটবল ক্লাব এইবার। আগামী সপ্তাহে আসন্ন ম্যাচে স্বদেশী ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে এইবার। আর এ ম্যাচের বিক্রি হওয়া প্রতি টিকিট থেকে পাঁচ ইউরো দান হবে অভিবাসীদের সাহায্যে। তবে, অভিবাসীদের সহায়তায় ভিন্ন ধর্মী কিছু করার পরিকল্পনা করেছে এসি রোমা। সব ফুটবল ক্লাব আর বিশ্বজোড়া ফুটবল সমর্থকদের নিয়ে গঠিত ‘ফুটবল কেয়ারস’ নামের একটি সংগঠন তৈরি উদ্যোগ নিয়েছে রোমা।
এ সংগঠনের মধ্য দিয়ে ফুটবল ক্লাব এবং সমর্থকেরা তাদের সাহায্য পাঠাতে পারবে আর অর্জিত অর্থ অভিবাসীদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোকে দেয়ার পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।