মোবাইল অথবা কম্পিউটার, যারা গেম খেলতে ভালবাসেন তাদের কাছে Star Wars Battlefront গেমটি বেশ জনপ্রিয়৷ গেমের যুদ্ধে জিততে ঘন্টার পর ঘন্টা সময়ও ব্যায় করেন অনেকে৷ জনপ্রিয় এই গেমটি গেম প্রেমীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠতে বেশ কিছু সুবিধা নিয়ে এলো৷ নয়া এই গেমটি এবার অফলাইনে খেলতে পারবেন৷ এখানেই শেষ নয়, অফলাইনে গেম খেলার অন্য কোন বন্ধু বা সঙ্গীকে ‘ইনভাইট’ করার দরকার পড়বে না বলে জানানো হয়েছে৷ পাশাপাশি নয়া আপডেটে আরও বেশ কিছু সুবিধা উপভোগ করতে পারবেন গেমপ্রেমীরা৷
পোস্টটি যতজন পড়েছেন : 109