৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অনস্ক্রিন রোম্যান্স করবেন দীপিকা-হৃতিক

এশা, বিপাশা, ঐশ্বর্য ও ক্যাটরিনার পর এবার ‘ধুমগার্ল’ দীপিকা। যশরাজ ফিল্মিসের পরবর্তী ধুম সিরিজে অনস্ক্রিন রোম্যান্স করবেন দীপিকা-হৃতিক। এমনই খবর উড়ছিল টিনসেলের বাতাসে। আর এই খবরে দীপিকা-হৃতিক অনুরাগীরাও দিন গুনতে শুরু করে দিয়েছিল, কবে এই জুটিকে পর্দায় দেখতে পাবেন তাঁরা। তবে তা আর হয়ে উঠল না। সম্প্রতি দীপিকা জানিয়েছে, “আমি হৃতিকের সঙ্গে কোনও ছবি করছি না”।

শুধু এই নয় দীপিকা জানিয়েছেন, ‘আমি যশরাজ ফিল্ম থেকে কোনও অফার পাইনি। তাই হৃতিকের সঙ্গে কাজ করা আর না করার কোনও প্রশ্নই উঠছে না”।
তবে বলিঅন্দরের খরব, আদিত্য চোপড়া ‘ধুম-ফোর’ তৈরির কথা ভাবছেন। আর এবারের সিরিজের জন্য হৃতিকে নেবেন বলে ঠিক করেছেন। তবে প্রতিবারের মতো এবারও পুলিশের ভূমিকায় থাকবেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।
এদিকে দীপিকা এখন ব্যস্ত আছেন ইমতিয়াজের পরবর্তী ছবি ‘তামাশা’-এর শুটিংয়ে। এই ছবিতে দীপিকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রনবীর কাপুরকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ