আর্থনিউজ২৪: আওয়ামী লীগ নেতৃত্বাধীন দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৮ নভেম্বর।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক সং[review]বাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন বিকাল সাড়ে চারটায় অধিবেশন শুরু হবে।
গত ১০ সেপ্টেম্বর সংসদের সপ্তম অধিবেশন শেষ হয়েছিল। এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ৮ নভেম্বর অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।
পোস্টটি যতজন পড়েছেন : ২৩৬