৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমার টিজার প্রকাশ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যাঁকুয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান। তার দাবি ছিল, বাংলাদেশের স্বধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিত্সাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। সেই ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘জেকে ১৯৭১’ ছবিটি।

এটি নির্মাণ করেছেন ফাখরুল আরেফীন খান। বর্তমানে ছবিটির মুক্তির প্রস্ত্ততি নিচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত ২৯ মে প্রকাশিত হলো ছবিটির টিজার। গড়াই ফিল্মসের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে টিজারটি প্রকাশ করেন নির্মাতা ফাখরুল আরেফিন খান। যা সামনে আসতে বেশ প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে।

ফাখরুল আরেফিন খান বলেন, ‘আমরা প্রথম বিশ্বযুদ্ধের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, আফগান যুদ্ধ, এমনকি সোমালিয়ার যুদ্ধ নিয়ে নির্মিত সিনেমা দেখেছি। কিন্তু আন্তর্জাতিক দর্শকদের দেখানোর জন্য ইংরেজিতে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কোনো সিনেমা নেই। তাই আমরা এই সিনেমাটি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম।’

শিল্পের সঙ্গে আজীবন সৎ থাকার চেষ্টা করেছি: চঞ্চল চৌধুরীশিল্পের সঙ্গে আজীবন সৎ থাকার চেষ্টা করেছি: চঞ্চল চৌধুরী
উল্লেখ্য, ছবিটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়া অভিনয় করেছেন ফ্রান্সিসকো রেমন্ড, ডেরিয়া গভ্রুসেনকো, নিকোলাই নভোমিনাস্কি, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রানীলসহ অনেকে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ