[english_date]

‘বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে।

আজ দুপুরে নীলফামারী জেলার দ্বি-বার্ষিকী কাউন্সিলের আগে সাবেক এমপি লায়ন জাফর ইকবাল সিদ্দিকীর জাফরাবাদ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সব সরকারেই জাতীয়পার্টিকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু জনগণের ভালবাসায় তাদের সে চেষ্টা সফল হয়নি। আগামী ইউপি নির্বাচন যাতে সুষ্ঠ হয় সেজন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরো বলেন, জাতীয়পার্টি বিরোধীদল হিসেবে থাকতে চায়। সেটি বাস্তবায়নের জন্য কিছুটা সময় নেয়া হচ্ছে। জিএম কাদের বলেন, কার্যকর বিরোধী দল হিসেবে জাতীয়পার্টি আগামী দিনে ভূমিকা রাখবে। কাউন্সিলে দুইটি মঞ্চের বিষয়ে তিনি বলেন, মঞ্চ ৫-৭ টি হতে পারে। দল যদি সাংগঠনিক ভাবে মজবুত হয় তবে এ্টা হতেই পারে।

নীলফামারী শিল্পকলা মিলনায়তনে জেলা আহবায়ক হুইফ শওকত চৌধুরীর সভাপতিত্বে জাতীয়পার্টির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেবেন সাবেক রাষ্ট্রপতি জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয়পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। ইতিমধ্যেই জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মঞ্চে উপস্থিত হয়েছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ