‘জাতিসংঘ নারী’-র ৬০তম সম্মেলন ১৪ থেকে ২৪ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। মূলত নারীর অধিকারের সাথে টেকসই বৈশ্বিক উন্নয়নের সম্পর্ক নিয়ে সম্মেলনে আলোচনা হবে ।
‘জাতিসংঘ নারী’-র নির্বাহী পরিচালক ফুমজিলা ম্লাম্বো-নুকা গতকাল (বৃহস্পতিবার) নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, জাতিসংঘের ‘এজেন্ডা ২০৩০’-এর সফল বাস্তবায়নের জন্য নারীর সকল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার সুরক্ষিত করতে হবে।ফুমজিলা ম্লাম্বো-নুকা আরও বলেন, এবারের সম্মেলন নারী-উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও আন্তর্জাতিক সংস্থার নেতারা এতে অংশগ্রহণ করবেন। সম্মেলনে মন্ত্রী পর্যায়ের গোল-টেবিল বৈঠক এবং বিভিন্ন সংস্থা ও বেসরকারি সংস্থার আয়োজনে ৬৫০টিরও বেশি অনুষ্ঠান হবে। এ পর্যন্ত ৮১০০ জন প্রতিনিধিকে সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
























