[english_date]

সীতাকুণ্ডে আজ থেকে শিব চর্তুদশী মেলা, চলবে ২৪ মার্চ পর্যন্ত

হিন্দু সম্প্রদায়ের অনেক বড় ধর্মীয় তীর্থস্থান সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম।আজ রোববার থেকে সেখানে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শিব চর্তুদশী মেলা। এই সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানে ভারত, মালদ্বীপ, নেপাল, ভূটান, শ্রীলঙ্কাসহ বাংলাদেশের বিভিন্নস্থান থেকে ছুটে আসবেন কয়েক লাখ পুণ্যার্থী। কামনা করবেন নিজের মনোস্কাম। শিব চর্তুদশী মেলা তিনদিনব্যাপী চললেও দোল পূর্ণিমা উপলক্ষে ২৪ মার্চ পর্যন্ত এই মেলার রেশ থাকবে বলে চন্দ্রনাথ ধাম মেলা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছে।এই শিব রাত্রিতে ব্যাসকুণ্ডে স্নান-তর্পন, গয়াকুণ্ডে পিণ্ড দান ও বিভিন্ন মঠ-মন্দির দর্শন শেষে পুন্যার্থীরা মেলায় মিলিত হয়ে থাকেন। মেলার প্রারম্ভের সঠিক সন-তারিখ জানা না গেলেও আনুমানিক ৫০০ বছর ধরে এই মেলা উৎযাপিত হয়ে আসছে বলে ধারণা করা হয়।সীতাকুণ্ডের ঐতিহাসিক তীর্থ স্থানের পটভূমি নিয়ে হিন্দু শাস্ত্রে ভিন্ন ভিন্ন তথ্য মিলে।পুড়ান ইতিহাস ঘাঁটলে পাওয়া যাবে অনেক দুরলভ তথ্য। তবে অনেকে মনে করে সতীদেবীর স্মৃতি বিজড়িত ‘সতীকুণ্ড’ কালক্রমে নাম বিকৃতির ফলে সীতাকুণ্ডে রূপ নিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, শিব এখানে অবস্থান করেন এবং সেখানে তিনি সদাজাগ্রত।

সীতাকুণ্ডে আজ থেকে ২৪ মার্চ পর্যন্ত শিব চর্তুদশী মেলা
সীতাকুণ্ডে আজ থেকে  শিব চর্তুদশী মেলা

পুণ্য তিথি শিব-চর্তুদশীতে এই ধামে স্নান, শিব পূজা এবং ধর্মগ্রন্থ পাঠ ও শ্রবণ করলে জাগতিক পাপ মুছে গিয়ে পুণ্যের সঞ্চার হয় । সর্ববৃহৎ এ মেলা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।মেলা কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু বলেন, মেলার প্রস্তুতি বেশ ভালো। সার্বিক পরিস্থিতি ভালো থাকায় এবার ২০ লক্ষ পূন্যার্থীর সমাগম ঘটবে বলে আশা করা যাচ্ছে। তিনি আরও বলেন, ২২, ২৩ ও ২৪ মার্চ দোল পূর্ণিমা মেলা। শিব চর্তুদশী মেলা তিনদিন ব্যাপী চললেও দোল পূর্ণিমা উপলক্ষে ২৪ মার্চ পর্যন্ত এই মেলার রেশ চলবে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, পাঁচ শতাধিক পুলিশ মেলায় সার্বক্ষনিক দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশাপাশি র‌্যাব ও বিজিবি টহলে থাকবে। ছিনতাই, চুরি, ডাকাতি ও অসামাজিক কাজ যাতে কেউ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি থাকবে বলে ওসি জানান।তবে প্রতি বছর পূর্ণাথীদের অসাবধানতার কারনে অনেক দুর্ঘটনা হয়ে থাকে।তাই আশা করা হচ্ছে এবার সেরকম কিছু হবে না, সে জন্য পূর্ণাথীদের সজাগ থাকার আহ্বান জানান হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ