[english_date]

রাগলেন কেন বিপাশা?

 

bipasa-basu
বিপাশা বসু

বেশ চটে গেছেন বিপাশা।হয়ত এতটা রাগেননি আগে! বিয়ে নিয়ে অতিরিক্ত আলোচনায় এমনটা হয়েছে।

একদিন হঠাৎই প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে একটি স্পা থেকে বেরোতে দেখা যায় বিপাশাকে। আর সেই সময়ে নজরে পরে, বিপাশার হাতে রয়েছে একটি আংটি। তারপরে শুরু হয় গুঞ্জন, তাহলে কি নিঃশব্দে বিয়েটা সেরে নিয়েছেন বিপাশা? এই কানাঘুষা পৌঁছায় বিপাশার কানেও। তাই বিরক্ত বিপাশা টুইট করে বাধ্য হয়ে জানালেন, বিয়ে করার আগে তিনি নিজেই জানাবেন। অকারণ গুঞ্জনের প্রয়োজন নেই। সব সময় বিতর্ক নাকি ভালো লাগে না,সাফ জানিয়ে দিলেন বিপাশা বসু।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ