চারিদিকে আলোর রসনাই, সামনে বসে উৎসুক চোখ। আর সবার মাঝে মার্জার সরণী বেয়ে নেমে এলেন হ্যান্ডসাম বয় রনবীর কাপুর দ্য রকস্টার। শুরু হয়ে গিয়েছে ল্যাকমে ফ্যাশন উইক। যেখানে মনীশ মলহোত্রার ডিজাইনার স্যুট পড়ে র্যাম্প মাতালেন ছোট্টা কাপুর।
ল্যাকমের র্যাম্পে মেরুন কালারের স্যুটে শোস্টপার ছিলেন রনবীর কাপুর। তবে মনীশের পোশাকে এইদিন র্যাম্প ছিলেন সূরজ পাঞ্চোলি, কুণাল খেমু, অর্জুন কাপুর সহ বলিউডি সেলেব বয়েজ। এবার এবার ল্যাকমে সরণীতে ছিল বলিউডের নতুন তারাদের চমক। মনীশ তাঁর কালেকশনের এবছর চান্স দিয়েছেন নতুনদের।
রনবীর আপাতত ব্যস্ত আছেন ‘জাগ্গা জাসুস’ ছবির শুটিংয়ে। চলতি বছর নভেম্বরের মুক্তি পাবে অনুরাগ বাসুর এই ছবিটি। এই ছবিতে রণবীরের বিপরীতে বয়েছেন রিয়েল লাইফ প্রেমিকা ক্যাটরিনা।
পোস্টটি যতজন পড়েছেন : 286
























