বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক গ্যাস কোম্পানি সান্তোস। নিজেদের ব্যাবসায়িক শেয়ার বিক্রির জন্য সম্ভাব্য ক্রেতা খুঁজছে অস্ট্রেলিয়াভিত্তিক এ কোম্পানিটি। দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে বাংলাদেশ যখন প্রস্তুতি গুছিয়ে আনছে তখন সান্তোসের এ দেশত্যাগের পরিকল্পনা জ্বালানি খাতের জন্য বড়ো ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং পেট্রোবাংলা সূত্র জানায়, সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ওফির কাছে নিজেদের ব্যবসা বিক্রির জন্য আলোচনা শুরু করেছিল সান্তোস। কিন্তু তা শেষ পর্যন্ত এগোয়নি। এরপর এখন নতুন করে ক্রেতা খুঁজছে কোম্পানিটি। সান্তোস সূত্র বলেছে, বাংলাদেশে অপারেশন তাদের বর্তমান বাণিজ্যিক পরিকল্পনার সঙ্গে মিলছে না। তাই অন্য কোম্পানির কাছে তারা ব্যবসা হস্তান্তর করতে চায়।
পেট্রোবাংলার এক শীর্ষ কর্মকর্তা জানান, ২০১৭ সালে সমুদ্রভাগের মগনামা কাঠামোতে বাপেক্সের সঙ্গে যৌথভাবে ম্যাগনামা-২ কূপটি খনন করে সান্তোস। কিন্তু এর মজুদ বাণিজ্যিকভাবে উপযুক্ত ও টেকসই নয় বলে জানায় বাপেক্স ও সান্তোস। এরপর থেকে গ্যাস অনুসন্ধানে অগ্রগতি কম।
এ প্রসঙ্গে জ্বালানি বিশেষজ্ঞ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ম তামিম বলেন, বাংলাদেশে গ্যাস-খনিজ অনুসন্ধান কার্যক্রম খুবই ধীর। এ অবস্থায় সান্তোস দেশ ছাড়লে অনুসন্ধান কার্যক্রম আরো থমকে যাবে। তবে নিজেদের ব্যাবসায়িক বিবেচনায় বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার অধিকার কোম্পানিটির রয়েছে।






















