[english_date]

জুটিবেঁধে কাজ করলেন অপূর্ব ও তানহা

জিয়াউল ফারুক অপূর্বর মূল পরিচিতি টিভি-নায়ক হলেও তার কাজের পরিধি বিস্তৃত রয়েছে চলচ্চিত্র আর বিজ্ঞাপন বিভাগেও। একইভাবে নাটক, বিজ্ঞাপন আর মিউজিক ভিডিওতে কাজ করলেও তানহা তাসনিয়ার মূল পরিচিতি চিত্রনায়িকা হিসেবে।
এবারই প্রথম ভিন্ন পরিচয়ের এ দুজন শিল্পী এক হলেন। জুটিবেঁধে কাজ করলেন টিভি নাটকে। সোহেল আরমানের চিত্রনাট্য ও পরিচালনায় বিশেষ এই নাটকটির নাম ‘মিথ্যা প্রেম’।
গেল তিন দিন (২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি) নাটকটির শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে।
এতে কাজ করা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গল্পটা ভিন্ন ধাঁচের। এতে অভিনয় করে ভালো লেগেছে। এতে দর্শকদের জন্য চমক থাকবে। তাছাড়া তানহার সঙ্গে এটিই আমার প্রথম কাজ। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
এদিকে তানহা তাসনিয়ার প্রতিক্রিয়া এমন, ‘গল্পটি পড়ে ভালো লেগেছে, তাই আগ্রহ নিয়ে কাজটি করা। ভবিষ্যতেও এরকম ভিন্নধর্মী গল্পে কাজ করতে চাই।’
অপূর্বর সঙ্গে প্রথম কাজ করা প্রসঙ্গে তানহা বলেন, ‘ভাইয়ার মতো জনপ্রিয় অভিনেতার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। শুটিংয়ে উনার সহযোগিতা পেয়েছি, যেটা একটি ভালো কাজের জন্য খুব জরুরি।’
জানা গেছে, আগামী রোজার ঈদের বিশেষ আয়োজনে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচারের প্রক্রিয়া চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ