[english_date]

‘ক্যালেন্ডার গার্ল’ এ কলকাতার মেয়ে

কলকাতার মেয়ে শতরূপা পাইন খুব খুশি। কেন? ‘ক্যালেন্ডার গার্ল’ হতে পেরে। মধুর ভান্ডারকরের ‘ক্যালেন্ডার গার্ল’ ছবিতে অভিনয় করতে পেরে খুশি চেপে রাখতে পারেননি কলকাতার এই মেয়ে।

কলকাতা থেকে মুম্বইয়ে সদ্য পাড়ি জমানো শতরূপা জানিয়েছেন তিনি বাঙালি সুন্দরী পরমা ঘোষের চরিত্রে অভিনয় করছেন। মধুরের ছবি সম্পর্কে তিনি বলেন, ‘মধুরের ছবিতে সবসময় উইমেন পাওয়ার একটা মূল বিষয় হয়ে ওঠে। এইরকম পাওয়ারফুল একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে পেরে আমি সত্যিই নিজেকে খুব লাকী মনে করছি’। মধুরের সঙ্গে প্রথম পরিচয় হওয়ার দিনটি সম্পর্কে শতরূপার মনে পড়ে মধুর তাঁকে খুব কেয়ারফুলি লক্ষ্য করছিলেন। তাঁর কথায় ‘আমার মনে হচ্ছিল আমার হাঁটাচলা, বসা, কথাবলার ভঙ্গী সবই মধুর গভীর মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিলেন’। শুটিং-এর অভিজ্ঞতা সম্পর্কে খুবই উত্তেজিত হয়ে জানান, ‘আমিই এই ছবির একমাত্র অভিনেত্রী যাকে জঙ্গলে সত্যিকারের বাঘের সঙ্গে শুটিং করতে হয়েছে’।

কলকাতার মেয়ে তো পরিচালকের প্রশংসায় একেবারে পঞ্চমুখ!

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ