আর্থসামাজিক উন্নয়ন তরুণ উদ্যোক্তা সংগঠন TSP এর দ্বিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল, ১৫ই আগষ্ট, শুক্রবার, সময়ঃ- বাদ জুমা, ২:৩০ টায় মুহাম্মদ কচির উদ্দীন চৌধুরী
এর সভাপতিত্বে এবং ইন্দ্রণাথ রুদ্র এর সঞ্চালনায়
বাঁশখালীর প্রাণকেন্দ্র জলদি পৌরসভাস্থ রয়েল হান্ডি রেস্টুরেন্টে সম্প্রতি অনুষ্ঠিত TSP এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।
TSP বর্তমানে একটি সমিতি আকারে কার্যক্রম পরিচালনা করলেও, আগামী ৫ বছরের মধ্যে এটি একটি পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
এ লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত নির্বাচনে ১০ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচিত কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে গাজী সালাহ উদ্দীন মো: শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক হিসেবে মো: বেলাল আহমদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাবেক সভাপতি মুহাম্মদ কচির উদ্দীন চৌধুরীকে উপদেষ্টা ও পরিচালক পদে টিপু শুক্লা দাশ, মো: কাশেমুল্লাহ, ইন্দ্রজীত কান্তি দাস, আরাফাতুল কবির রুবেল, ইন্দ্রণাথ রুদ্র এবং এস এম সাজ্জাদ বিন সুলেমানকে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি গাজী সালাহ উদ্দীন মো: শহীদুল্লাহ বলেন, “নতুন কমিটির নেতৃত্বে টিএসপি আরও সুসংগঠিত হয়ে সামাজিক উন্নয়ন ও ডেভেলপমেন্ট কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী।
























