জয়পুরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে কালাই উপজেলার মোলামগাড়ী এলাকার একটি স্কুল চত্বরে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানায়, দুপুরে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুস সোবাহানের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে ২০ থেকে ২৫ জন পালিয়ে গেলেও আব্দুস সোবাহানসহ জামায়াতের আরেক কর্মী সোবাহান ও আবুল কালামকে আটক করে পুলিশ। এ সময় বেশ কিছু জিহাদি বইসহ অন্যান্য আলামত জব্দ করে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
পোস্টটি যতজন পড়েছেন : 166
























