প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে অনির্দিষ্টকালের জন্য লকডাউন রাখতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভ্যাকসিন তৈরি হোক কিংবা না হোক ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, মার্কিন নাগরিকদের তাদের সাধারণ জীবনে ফিরতে হবে।
শুক্রবার মার্কিন হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এমনটি জানান।
এ সময় ট্রাম্প বলেন, প্রতিজ্ঞা করছি ভ্যাকসিন আসুক কিংবা না আসুক যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরায় চালু করা হবে। করোনা মোকাবেলায় এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিন আনার জন্য একটি পরিকল্পনাও প্রণয়ন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে এই বছরের শেষ নাগাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
পোস্টটি যতজন পড়েছেন : 385
























