[english_date]

দেশ এখন অনেক উন্নত: কৃষিমন্ত্রী

টাঙ্গাইলে এক অনুষ্ঠানি বক্তব্য দিচ্ছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক
দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবার মান্নোয়নের ওপর গুরুত্বারোপ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, দেশের গতিশীল উন্নয়নকে টেকসই করতে মানসম্মত ও গুণগত শিক্ষার বিকল্প নেই। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আন্তঃবিভাগ এবং আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘দেশ এখন অনেক উন্নত। সারা পৃথিবীতে আমাদের দেশ নন্দিত। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। এ দেশকে আরও এগিয়ে নিতে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে ভূমিকা রাখতে হবে।’

আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী তাইজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, উপজেলা নিবার্হী অফিসার আরিফা সিদ্দিকা, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, কলেজের অধ্যক্ষ এম আজিজুর রহমান প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ