[english_date]

ঝিনাইদহে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাত শিশুর মৃত্যুর অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন,ঝিনাইদহ॥ ঝিনাইদহে ডাঃ আলোক কুমার সাহার ভুল চিকিৎসা ও হামদহে অবস্থিত আল-ফালাহ হাসপাতালের অবহেলায় নবজাত শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নবজাত শিশুর পিতা শৈলকুপা উপজেলার ভাটইয়ের শামছুজ্জামান এ অভিযোগ করেন। এ ব্যাপারে ঝিনাইদহের আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

নবজাত শিশুর পিতা শামছুজ্জামান অভিযোগ করেন, গত ১৪ সেপ্টম্বর সকালে তার স্ত্রীর প্রসাব বেদনা হলে তারা ঝিনাইদহের হামদহ আল-ফালাহ হাসপাতালে ভর্তি করেন। এরপর রাত ১১ টার দিকে সিজারের মাধ্যমে একটি পুত্রসন্তান হয়। নবজাতকটি নিদ্দিষ্ট সময়ের আগে হওযায় ইনটেনসিভ কেয়ারে রাখার কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। এতে তারা রাজি হলে ইনটেনসিভ কেয়ারে রাখেন। শিশু বিশেঞ্জ ডাঃ আলোক কুমার সাহার তত্ত্বাবধানে চলে চিকিৎসা। ডাঃ তাদের বলেন ৭২ ঘন্টা ইনটেনসিভ কেয়ারে অক্সিজেন দিয়ে রাখতে হবে। এই অনুযায়ী রাখেন। হঠাৎ করে ১৫ সেপ্টম্বর দুপুর ২ টা ৩০ মিনিটের সময় হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকটি সুস্থ বলে নবজাতকের নাক থেকে অক্সিজেন খুলে ফেলে। এমতাবস্থায় তারা ডাক্তারকে আবার বললে ডাঃ অলোক বলেন আমি এখন বাহিরে চলে যাচ্ছি। ক্রমশ শিশুুটি দুর্বল হয়ে পড়লে হাসপাতাল কর্তপক্ষ ডাক্তারের সাথে কি পরামর্শ করে জানি না। এরপর বেশী অসুস্থ পড়লে দুপুর ৩ টার সময় আবার অক্সিজেন লাগায়। হাসপাতল কর্তপক্ষের নিকট বার বার অনুরোধ করলে তারা তাদের রোগীকে অবহেলা করতে শুরু করে। একপর্যায়ে তারা বিকালে বলেন আপনাদের নবজাতকের অবস্থা খুবই খারাপ। ঢাকাই নিয়ে যান। এম্বুলেন্স ঠিক করে ঢাকাই নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এমতব্যস্থায় সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটের দিকে নবজাতকটি মারা যায়। তিনি বলেন ডাঃ আলোক কুমার সাহার ভুল চিকিৎসায় তাদের শিশুটি মারা গেছে। সেই সাথে আল-ফালাহ হাসপাতালের অবহেলায় নবজাত শিশুর মৃত্যু হয়েছে বলে জানান। তিনি আরো বলেন এ ব্যাপারে ঝিনাইদহের আদালতে মামলার প্রস্তুতি চলছে। এ অভিযোগের ব্যাপারে ডাঃ আলোক কুমার সাহা বলেন, জন্মের পর থেকে নবজাত শিশুটি শ্বাস কষ্টে ভুগিতেছিল। নবজাত শিশুটি Respiratory distress syndowe রোগে মৃত্যু হয়েছে বলে তিনি জানান। অবহেলার অভিযোগের ব্যাপারে ঝিনাইদহ আল-ফালাহ হাসপাতালের ম্যানেজার মাসুমের নিকট জানতে চাওয়া হলে বলেন নবজাতকটি অসুস্থ ছিল বলে মারা গেছে। তাদের অবহেলার কোন আসেনা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ