[english_date]

শ্যামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ-৪

রাজধানীর শ্যামপুর বালুর মাঠে হালিম ইঞ্জিনিয়ারিং মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪জন দগ্ধসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৪টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রুবেল (১৪), এনামুল (৪০), মিজান (১৭), বিল্লাল  (২৮)। এছাড়া এ ঘটনার সময় মাথায় আঘাত পান জাকির হোসেন (৩৫)। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ বিল্লাল বলেন, কারখানায় অ্যালুমিনিয়াম গলিয়ে গ্যাস লাইনের বিভিন্ন মালামাল তৈরি করা হয়। কারখানায় কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে আমরা চারজন দগ্ধ হই। আমাদের চিৎকারে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে একটি অ্যাম্বুলেন্স ও দুটি আগুন নেভানোর গাড়ি পাঠানো হয় বলে জানান সদর দপ্তরের ডিউটি অফিসার পলাশ চন্দ্র।

উদ্ধার করে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলেও জানান পলাশ চন্দ্র।

আগুনে রুবেলের শরীরের ৯ শতাংশ, এনামুলের ৪০, মিজানের ৬০ ও বিল্লালের ৪৮ শতাংশ পুড়ে যায়। বার্ন ইউনিটের চিকিৎসকদের ব্যবস্থাপত্রে এ তথ্য জানা যায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ